গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন ফোরামের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট: জুলাই ২০, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন ফোরাম এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিদর্শন করেন গাজীপুরের পুলিশ সুপার এস, এম শফিউল্লাহ বিপিএম।
মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর রাজবাড়ী রোডের পুলিশ সুপার কার্যালয়ের সামনে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন ফোরামকে এধরণের কাজের সাথে সম্পৃক্ত হওয়ায় তিনি তাদের প্রশংসা করেন।

তিনি বলেন, এধরণের কাজে সমাজের বিশিষ্টজনের এগিয়ে আসতে হবে। শুধু সিটি করপোরেশন বা সরকারি প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে না থেকে সমাজের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।

বিশ্বের উন্নত দেশ জাপানসহ বিভিন্ন দেশের রাস্তাঘাটগুলো সবসময় পরিচ্ছন্ন থাকে। আমরাও সকলে মিলে ইচ্ছে করলে আমাদের রাস্তাঘাটও পরিচ্ছন্ন রাখা সম্ভব। ভবিষ্যতে এই সংগঠনের প্রতিটি ভালো কাজের সাথে তিনিও সম্পৃক্ত থাকার কথা বলেন।

এ সময় গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন ফোরাম এর সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল হক, ফোরামের নেতৃবৃন্দ মোঃ শাহজাহান মিয়া, সিরাজউদ্দৌলা, মো. সামছুল আলম শিবলী, মো হুমায়ুন কবির ও শাহজালাল নয়নসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
১৯/০৭/২০২২ ইং