গুইমারায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আ.লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই এ দেশ এগিয়ে যাচ্ছে

আপডেট: অক্টোবর ১২, ২০২৩
0

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: “দুনিয়ায় মজদুর এক হও,বাংলার মেহনতি মানুষ এক হও” স্লোগানে খাগড়াছড়ির গুইমারায় উপজেলায় জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে সংগঠনটি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর ২০২৩) সকালে গুইমারা বাজারস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ গুইমারা উপজেলা শাখার সভাপতি সুভাষ দত্ত’র সভাপতিত্বে সাধারন সম্পাদক মো. নুরুন্নবী চৌধুরী রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেমং মারমা।

প্রধান অতিথি সংক্ষিপ্ত আলোচনা সভায় বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশের সৃষ্টি হতো না। এদেশের স্বপ্ন দ্রষ্টার এক আঙ্গুলের অনুপ্রেরণায় বাংলাদেশ মানক মানচিত্রের সৃষ্টি হতো না। বঙ্গবন্ধুকে স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রের মাধ্যমে হত্যার পর বঙ্গবন্ধু কন্যা এদেশকে এগিয়ে নিতে পিতার লালিত স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই এ দেশ এগিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে তরান্বিত হচ্ছে উন্নয়ন। এ ধারা বজায় রাখতে আগামীতেও বজায় রাখতে নৌকার বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান আওয়ামীলীগের এ শীর্ষ নেতা। এর আগে উৎসব মুখোর পরিবেশে দলীয় নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগী করেন।

এতে গুইমারা ১নং সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম মীর, গুইমারা উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল,কৃষক লীগ সাধারণ সম্পাদক নিরঞ্জন,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সম্রাট শীল,গুইমারা উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম শুভ, ছাত্রলীগের সাবেক সভাপতি আনন্দ সোম, জাতীয় শ্রমিক লীগ ২নং হাফছড়ি ইউনিয়ন শাখা সভাপতি মোঃ সুজনসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি