চতুর্থ দিনে বাংলাদেশের লক্ষ্য ১৩৮ রান : অলআউট আয়ারল্যান্ড

আপডেট: এপ্রিল ৭, ২০২৩
0

চতুর্থ দিনে এসে বেশিদূর দৌড়াতে পারল না আয়ারল্যান্ড, ৬ রান যোগ করতেই হারিয়েছে শেষ ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন ইবাদত হোসেন। ফলে ২৯২ রানেই থেমেছে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস।
সুবাদে বাংলাদেশের লক্ষ্য ১৩৮ রান।

দিনের শুরুতেই ফেরেন অ্যান্ডি ম্যাকব্রাইন, তার স্ট্যাম্প ভাঙেন ইবাদত।
তবে ততক্ষণে ১৫৬ বলে ক্যারিয়ার সেরা ৭২ রান চলে আসে তার ব্যাটে। আর আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার গ্রাহাম হোমকে লিটন দাসের ক্যাচ বানান ইবাদত, ৫৫ বলে ১৪ রান করে আউট হয়েছেন তিনি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, প্রথম ইনিংসেও ৫ উইকেট শিকার করেছিলেন এই স্পিনার।
তাছাড়া ইবাদত হোসেন ৩ ও সাকিব আল হাসান ২ উইকেট নিয়েছেন। ১ উইকেট নেন শরিফুল ইসলাম।

এর আগে তৃতীয় দিনে টাইগারদের ধৈর্যের কঠিন পরীক্ষা নেয় আইরিশরা। মাটি কামড়ানো মন্থর ব্যাটিংয়ে সারাদিন কাঁটিয়ে দেয় তারা। ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক তুলে নেন লরকান টাকার, ১০৮ রান করেন তিনি। তাছাড়া হ্যারি টেক্টর খেলেন ৫৬ রানের ইনিংস, প্রথম ইনিংসেও অর্ধশতকের দেখা পেয়েছিলেন এই ব্যাটার।