চরফ্যাশনে পর্যটকদের জন্যে ডাকবাংলো উদ্বোধন করেন এমপি জ্যাকব

আপডেট: জানুয়ারি ৭, ২০২২
0

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি
চরফ্যাশন উপজেলা সদরে পর্যটকদের জন্যে ১৭কোটি ১৫লাখ টাকা ব্যয়ে আধুনিক ডাকবাংলো শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
বৃহম্পতিবার বিকালে আনুষ্ঠানিক ভাবে এই সম্পন্ন মনোরম পরিবেশে নির্মিত বাংলোটি উদ্বোধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, ঢাকা-চট্রগ্রামসহ বিভিন্ন এলাকায় থেকে এই শীতে পর্যটকগনের আগমত ঘটে। এই জন্যে আমি ৪তলা বিশিষ্ট ডাকবাংলো স্থাপন করা হয়েছে। মানুষের মনকে সুন্দর ও সতেজ করতে বিনোদন ও খেলার বিকল্প নেই। বাংলাদেশের উল্লেখযোাগ্য পর্যটক এলাকায় হিসাবে চরফ্যাশনের নাম তালিকায় রয়েছে। এখানে জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্কে ফ্যাসন স্কয়ার, বেতুয়া প্রশান্তি পার্ক, চরকুকরী মুকরি, ঢালচরের চরতারুয়া, খামার বাড়ী, খেজুরগাছিয়া, মায়াব্রীজসহ অসংখ্য পর্যটক স্পট রয়েছে। যা পর্যটকদের মন আকর্ষন করবে।
পরে খেলোয়ারদের মাঝে ক্রীড়া সমগ্রী বিতরণ করেন।
এই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র মো. মোরশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি,
ছবি এটার্চ
ক্যাপশনঃ চরফ্যাশনে আধুনিক মানের ডাকবাংলো ফিতা কেটে উদ্বোধন করেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।