চারদিকে পানির জন্য হাহাকার: পাহাড়ের ঘাম তখন তৃষ্ণা মেটায় !

আপডেট: মে ১, ২০২১
0

হামিদ কল্লোল,লামা, বান্দরবান :

চমৎকার পাহাড়ি কুয়া। পাহাড়ি জীবনের বেশিরভাগ সময় এই কুয়ার পানি খেয়েই জীবন অতিবাহিত হয়েছে। আমাদের পাহাড়ে নলকুপ কিংবা মটরের মাধ্যমে পানি উত্তোলন হচ্ছে বেশিদিন নয়। মা, বোনেরা কলসি ভরে পাহাড়ি কুয়া থেকে পানি এনে খাওয়াতো। নির্ঘাত সেটা অত্যন্ত কষ্টের ছিলো।কুয়ার পানি পান করে হৃদয় শীতল হয়ে যেত তাতেই আমাদের শান্তির পরিতৃপ্তি।

পাহাড় ঘেমে ঘেমে যে পানিটা কুয়োয় জমা হতো তাই দিয়ে মিঠতো সবার তৃষ্ণা।
কুয়ার পানি পান এখন পাহাড়ের অনেক এলাকায় ব্যাকডেটেড হলেও দুর্গম পাহাড়ি এলাকায় আদিবাসী বাঙালি সবারই এখনো প্রাণের স্পন্দন। তীব্র খরায় যখন পানি চারদিকে হাহাকার।

নলকুপ গুলোতে পানির স্তর নিচে নেমে গেছে। তখন পাহাড়ি এই কুয়াগুলোর একই অবস্থা। কোনো কোনো এলাকায় দীর্ঘক্ষণ অপেক্ষায় হয়তো মিলছে এক কলসি পানি।যে পানির গতিতে সবার চাহিদা পুরণ সম্ভব নয়। বিকল্প হিসেবে তাই অনেকেই পাহাড়ি নালার পানিও পান করে। এতে বিভিন্ন রোগব্যাধির ঝুঁকি থাকে।
কুয়ার পানি সৃষ্টি কর্তার অসীম রহমত।