জাতীয় শোক দিবসে ভূরুঙ্গামারী পল্লী সঞ্চয় ব‍্যাংকে সম্পূর্ণ পতাকা উত্তোলন

আপডেট: আগস্ট ১৬, ২০২৩
0

কুড়িগ্রাম প্রতিনিধি :
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সরকারি বিধান থাকলেও ভূরুঙ্গামারী পল্লী সঞ্চয় ব্যাংকে একটি ১ইঞ্চি ব‍্যাসের একটি ষ্টিলের পাইপে জাতীয় পতাকা সম্পূর্ণ উত্তেলন করে। উপজেলা পরিষদ চত্বরে এ অফিসটি অবস্থিত হওয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেয়ার জন্য আগত লোকজন এবং উপস্থিত সাংবাদিকদের চোখে ঘটনাটি ধরা পড়লে তড়িঘড়ি করে কে বা কারা পতাকাটি সরিয়ে ফেলে।
এব্যাপাওে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রবিউল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছেলেটা ভুলে সম্পূর্ণ পতাকা তুলে ছিলো। পরে আমি জানতে পেরে অর্ধনমিত করে রেখেছি। এখন পতাকা নাই কেন তা বলতে পারছিনা।
উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সাথে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি খোঁজ নিচ্ছি।
##
১৫/০৮/২৩