জামানাত হারালেন নৌকা ও আনারস প্রতীকের প্রার্থী

আপডেট: ডিসেম্বর ২৭, ২০২১
0

গোলাপগঞ্জে ৫৪ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে

সবচেয়ে কম ভোট পেলেন দাইয়ান

গোলাপগঞ্জ প্রতিনিধি: চতুর্থ ধাপের ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচনে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১০ ইউনিয়ন থেকে ৫৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এ ৫৪ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সব চেয়ে কম ৪৫ ভোট পেয়েছেন লক্ষণাবন্দ ইউনিয়নের আনারস প্রতীকের প্রার্থী মো.মহিবুর রহমান দাইয়ান। এছাড়াও তিনি ১ টি কেন্দ্রে ০০ ভোট পেয়েছেন।

এদিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মো.আব্দুল করিম খান পূর্ব ফুলসাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মাত্র ২ ভোট পেয়েছেন। ১১টি ভোট কেন্দ্রে তিনি সর্বমোট ১৩৯ ভোট পেয়ে জামানত হারান।

জানা যায়, পূর্ব ফুলসাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১,৮৭৪। এ কেন্দ্রে ঘোড়া প্রতীকের প্রার্থী ওজি মোহাম্মদ কাওছার পেয়েছেন ১,২৫৩ ভোট। লাঙ্গল প্রতীক নিয়ে মো.খলকুর রহমান পেয়েছেন ১৬০ ভোট। আনারস প্রতীকের প্রার্থী মো.মহিবুর রহমান দাইয়ান পেয়েছেন ২ ভোট।

গত রোববার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্ণিং কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে ৫৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ১০ জন, জাতীয় পার্টির ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১জন, জমিয়তে উলামায়ে ইসলামের ১জন, জাসদের ১জন, বিদ্রোহী ৪ জন, বিএনপির (স্বতন্ত্র) ১৫ জন, জামায়াতের (স্বতন্ত্র) ৮ জন, (সরাসরি কোনো রাজনৈতিক দল নয় এমন) স্বতন্ত্র ১৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

লক্ষণাবন্দ ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২৩,২৪৮। এ ইউনিয়ন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খলকুর রহমান ৯,০৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৭,২২৬ ভোট৷ আনারস প্রতীক নিয়ে মো.মহিবুর রহমান দাইয়ান পেয়েছেন ৪৫ ভোট।