জুমার দিনে আল-আকসায় ইসরাইলের হামলা, নিহত ৭

আপডেট: এপ্রিল ১৫, ২০২২
0

মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর হামলায় ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৯০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে হাজার হাজার মুসল্লি ভোরে নামাজের জন্য মসজিদে জড়ো হয়। তখন ইসরায়েলি পুলিশ বাহিনী মসজিদে প্রবেশ করে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওগুলিতে দেখা যায় ইসরাইলি পুলিশ টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, তারা বেশিরভাগ আহতদের হাসপাতালে নিয়ে গেছে। তবে ইসরাইলি বাহিনী অ্যাম্বুলেন্স এবং মেডিকেল সেবা প্রদানকারীদের মসজিদে প্রবেশ করতে বাধা দিয়েছে। ঘটনাস্থলের একজন প্রহরীর চোখে রাবার বুলেট দিয়ে গুলি করা হয়েছে।

তবে ইসরায়েলি পুলিশের দাবি,ফিলিস্তিনিদের একটি দল পশ্চিম প্রাচীরে ইহুদি প্রার্থনা স্থানের দিকে ঢিল ছুড়তে থাকে। সেই ভিড়কে ‘ছত্রভঙ্গ করতে’ হামলা চালায় তারা।