জুলাইয়ে রফতানি আয় ৪.৫৯ বিলিয়ন ডলার

আপডেট: আগস্ট ৩, ২০২৩
0

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১৫ দশমিক ২৬ শতাংশ।১ ইপিবি জানিয়েছে, জুলাইয়ে ৪ দশমিক ৫৯ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। যা আগের অর্থবছরের জুলাইয়ের তুলনায় ১৫ দশমিক ২৬ শতাংশ বেশি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) পণ্য রফতানির এই হালনাগাদ তথ্য প্রকাশ করে ইপিবি।

বাংলাদেশ ২৬ ধরনের পণ্য রফতানি করে এবং এর মধ্যে ১৭টি পণ্যের রফতানি বেড়েছে।

২০২৩-২০২৪ অর্থবছরে রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬২ বিলিয়ন ডলার এবং প্রবৃদ্ধি ধরা হয়েছিল ১১ দশমিক ৫৯ শতাংশ।

এদিকে, ২০২২-২০২৩ অর্থবছরে রফতানি আয় ও প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৫৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার ও ৬ দশমিক ৬৭ শতাংশ।

খাতভিত্তিক রপ্তানির তথ্য অনুযায়ী, জুলাই মাসে সবচেয়ে বেশি রফতানি আয় এসেছে তৈরি পোশাক খাত থেকে। এর মধ্যে ২ দশমিক ২৬ বিলিয়ন ডলার ও ১ দশমিক ৬৮ বিলিয়ন ডলার এসেছে সেলাই ও উলের পোশাক থেকে।

সূত্র : ইউএনবি