ডিআরইউ বহুমুখী সমবায় সমিতি নবনির্বাচিত কমিটির কাছে দ্বায়িত্ব হস্তান্তর

আপডেট: নভেম্বর ৬, ২০২১
0

ঢাকা রিপোর্টাস ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহন করেছে। আজ ৬ নভেম্বর ২০২১ বেলা দেড়টায় বিগত কমিটি নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের উভয় অংশের সভাপতি ওমর ফারুক ও এম আব্দুল্লাহ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, সহসভাপতি ওসমান গনি বাবুল, আজকালের খবরের সম্পাদক ফারুক তালুকদার, বিএফইউজে’র সাবেক সভাপতি এম এ আজিজ, ডিআরইউ সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ডিআরইউ’র সাবেক সহসভাপতি রাশেদুল হকসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

এর আগে ৫ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে এস এম আবুল হোসেন(দেশ বাংলা/রয়েল টিভি) এবং সম্পাদক পদে মো. বদরুল আলম চৌধুরী(দৈনিক খোলা কাগজ) সহ ১২ সদস্যের পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে। সমিতির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ সভাপতি-শাহীন হাসনাত(দিগন্ত টিভি), যুগ্ম সম্পাদক- সেলিনা সুলতানা(সেলিনা শিউলী) (বাসস), কোষাধ্যক্ষ- মোহাম্মদ আতিকুর রহমান (ভোরের কাগজ)।

নির্বাচিত পরিচালকবৃন্দ হলেন- কাজী ইমরুল কবীর সুমন(দৈনিক বাংলাদেশ কন্ঠ), আইয়ুব আনসারী(দৈনিক সংবাদ সারাবেলা), বরুণ ভৌমিক নয়ন(সরাসরি), মো. রেজাউর রহিম(আজকের পত্রিকা), শেখ এনামুল হক(ইস্টার্ণ ক্রিসেন্ট), শাহনাজ পারভীন এলিস(ইন্ডিপেন্ডেন্ট টিভি/সংবাদ সারাবেলা), মো. আবু জাফর (দৈনিক জনতা)।