ডুমুরিয়ায় আন্দুলিয়া গ্রাম উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: আগস্ট ২৫, ২০২১
0

খুলনা ব্যুরোঃ
ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া গ্রাম উন্নয়নকল্পে বুধবার বিকেলে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ঈদগাহ ময়দানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ২ নং রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মেসবাহুল আলম টুটুল। প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান খান শাকুর উদ্দিন।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন ওয়াসেক আলী শিক্ষা প্রকল্পের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এ এম হারুনার রশিদ, মাওলানা এফাজ উদ্দিন আকুঞ্জী, এ এম ফেরদৌস, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী, এ এম ওমর আলী, ইউপি সদস্য গাজী মনিরুজ্জামান, আব্দুল হক আকুঞ্জী, আব্দুর রব আকুঞ্জী প্রমূখ। সভায় বক্তারা বলেন; গ্রামে অনৈক্য, অভিভাবকের অসচেতনতা ও সামাজিক মূল্যবোধ হ্রাসের কারণে আত্মহত্যা, অনৈতিক কর্মকান্ড, পুলিশী হয়রানী ও পড়ালেখায় ছেলে মেয়েদের আগ্রহ কমে যাচ্ছে।

এসব কর্মকান্ড রোধ করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সম্প্রতি আপত্তিকর অবস্থায় জনতার হাতে পরকীয়ার জুটি আটকের বিষয়টি আঁড়াল করতে মিথ্যা চাঁদাবাজী মামলায় ২ মেম্বার গাজী মনিরুজ্জামান ও আব্দুল হক আকুঞ্জীকে জেলে পাঠানোর ঘটনায় বক্তারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।