তুরস্কে কয়েক হাজার শিশুকে নিয়ে নামাজশিক্ষা কর্মসূচি

আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৩
0

কয়েক হাজার শিশুর অংশগ্রহণে তুরস্কে অনুষ্ঠিত হলো নামাজশিক্ষার বিশেষ একটি কর্মসূচি।

মঙ্গলবার আলজাজিরা জানায়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাতমানে কর্মসূচিটির আয়োজন করা হয়।

আয়োজক ছিল স্থানীয় একটি সংগঠন। সংগঠনটির নাম বাংলায় অনুবাদ করলে এমন হতে পারে-‘কোরআন প্রজন্ম মঞ্চ’।

এবারের কর্মসূচির স্লোগান ছিল- ‘নামাজের মাধ্যমে সুন্দর জীবন’।

এই কর্মসূচিতে ৮ থেকে ১০ বছরের শিশুরা অংশ নেয়। কিভাবে তারা নামাজ আদায় করবে, এখানে অনুশীলনের মাধ্যমে সেটাই তাদের শিক্ষা দেয়া হয়।

নামাজ মুসলমানদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। শৈশব থেকেই বাচ্চাদের নামাজের প্রতি উৎসাহিত করার একাধিক হাদিস বর্ণিত হয়েছে। এক হাদিসে আল্লাহর রাসূল সা: বলেন, ‘তোমরা তোমাদের সন্তানদের সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও। তাদের বয়স ১০ বছর হওয়ার পর (প্রয়োজনে) নামাজের জন্য প্রহার করো এবং তাদের বিছানা পৃথক করে দাও।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৯৫)

সূত্র : আলজাজিরা