দরিদ্র ৯৫৩ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ

আপডেট: জুলাই ৮, ২০২২
0

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দরিদ্র ৯৫৩ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ। শুক্রবার সকালে গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৯ ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে এই ভিজিএফের চাউল তুলে দেওয়া হয়। এতে খাগড়াছড়ি যুব উন্নয়ন কর্মকর্তা বকুল বিকাশ চাকমা ও গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা ভিজিএফ এর (খাদ্য শস্য) তুলে দেন।

এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য-মেঘনাথ ত্রিপুরা,মিলি ত্রিপুরা,কুবলেশ^র ত্রিপুরা,সুইচিংপ্রু মারমা,রামকুমার ত্রিপুরা অঞ্জলী ত্রিপুরা,মলিন বিকাশ ত্রিপুরাসহ অন্যনরা অংশ নেন। এতে প্রতিজনকে ১০ কেজি হারে চাউল তুলে দেন অতিথিরা।

দরিদ্র পরিবারগুলো ভিজিএফের চাউল পেয়ে স্বস্থি প্রকাশ করেন। বলেন, ধর্ম যার যার উৎসব সবার এটি বাস্তবায়নে সরকারের কার্যক্রম এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী অসহায় মানুষের কথা মাথায় রেখে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখায় ধন্যবাদ জানান তারা।

গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা বলেন, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে স্বচ্ছতার সাথে নয়টি ওয়ার্ডের ৯৫৩ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বন্টন করে দেওয়া হয়েছে। ঈদের আনন্দের পাশাপাশি সকল জাতিগোষ্ঠির মেলবন্ধনের মধ্য দিয়ে ভিজিএফের চাউল পেয়ে সকলের মূখে হাঁসি ফোটানোর অব্যাহত চেষ্টা প্রধানমন্ত্রীর অবদান বলেও তিনি মন্তব্য করেন।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি
মোবাইল: ০১৮৩৮৪৯৯৯৯৯
তারিখ: ০৮-০৭-২০২২