দলবাজ নির্বাচন কমিশনার সরকারী দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে– বিএনপি

আপডেট: জুলাই ১১, ২০২১
0
file photo

“করোনার চেয়ে বেশী গুরুত্বপূর্ণ নির্বাচন” মন্তব্যে প্রধান নির্বাচন কমিশনারেকে দলবাজ আ্যাখ্যায়িত করেছে বিএনপি। বিএনপি বলেছে দেশের সংবিধান লংঘন করে শুধু মাত্র সরকারী দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য জনগণের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছে। বর্তমানে দেশের গণতন্ত্রহীনতা, জনগণের সার্বভৌমত্ব হরণ এবং ভোটের অধিকার কেড়ে নেওয়া, একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠা আওয়ামী লীগের নীল নকশা বাস্তবায়নের প্রধান অংশীদার হয়েছে।

সংবিধান ও জনগণের প্রতি কোনও দায়-দায়িত্ব না থাকার কারনে এই ধরণের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তাদের পক্ষে করা সম্ভব বলে সভা মনে করে। সভায় নির্বাচন কমিশনকে অবিলম্বে জনগণের স্বাস্থ্যর সুরক্ষার জন্য নির্বাচন স্থগিত রাখার আহবান জানায়। অন্যথায় এর দায় দায়িত্ব নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে।

গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় শীর্ষ নেতারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে ১. ড. খন্দকার মোশাররফ হোসেন ২. ব্যরিস্টার জমির উদ্দিন সরকার
৩. মির্জা আব্বাস ৪. বাবু গয়েশ্বর চন্দ্র রায় . ড. আব্দুল মঈন খান ৬. নজরুল ইসলাম খান
৭. মির্জা ফখরুল ইসলাম আলমগীর , ৮. আমীর খসরু মাহমুদ চৌধুরী ৯. বেগম সেলিমা রহমান ১০. ইকবাল হাসান মাহমুদ টুকু।