দাউদকান্দির দশপাড়ায় বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রকারী খন্দকার মোশতাকের বাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আপডেট: অক্টোবর ২৩, ২০২১
0

এস এম হৃদয় রহমান, নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের প্রধান ষড়যন্ত্রকারী, তৎকালীন আওয়ামীলীগের নেতা খন্দকার মোশতাকের বাড়ী দাউদকান্দি উপজেলার দশপাড়ায় দাউদাকন্দি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৩ অক্টোবর দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু হত্যার মূল ষড়যন্ত্রকারী খন্দকার মোশতাকের কারণে বিভাগ থেকে ‘কুমিল্লা’র নাম বাদ দিয়ে ‘মেঘনা’ হওয়ায় বা কুমিল্লা নামটি থেকে বঞ্চিত হওয়ায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মহিলা আওয়ামীলীগের নেত্রী জেবুন্নেছা জেবু, লায়লা হাসান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, হেলাল মাহমুদ, শ্রমিকলীগ নেতা রকিবউদ্দীন রকিব, আক্তার হোসেন প্রমুখ।