দিল্লিতে আফগান শরণার্থীদের বিক্ষোভ

আপডেট: আগস্ট ২৯, ২০২১
0

ভারতের রাজধানী দিল্লিতে শনিবার কয়েক হাজার আফগান নাগরিক শরণার্থী হিসেবে বসবাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।

আফগানিস্তান তালেবানদের দখলে চলে যাওয়ার পর পরিবার-পরিজন নিয়ে এসব আফগান নাগরিক ভারতে গিয়ে আশ্রয় নেন। খবর আরব নিউজ।

দিল্লিতে জাতিসংঘ কার্যালয়ের সামনে টানা ছয় দিন ধরে তারা এ বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছেন।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়।
দুই দশক পর দেশটির ক্ষমতা আবারও তালেবানের হাতে চলে যাওয়ায় আতঙ্কে আফগান ছেড়েছেন অনেক নাগরিক।

ভারতে আশ্রয় নিয়েছেন ২১ হাজার আফগান নাগরিক। কিন্তু এদের মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ জাতিসংঘের শরণার্থীবিষয়ক কার্যালয়ে শরণার্থী হিসেবে তালিকাভুক্ত হতে পেরেছেন।

বাকিরা এখনও তালিকাভুক্তির অপেক্ষায় আছেন। অপেক্ষমাণ এসব আফগান নাগরিকই গত এক সপ্তাহ ধরেই বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছেন।