দূর্ঘটনায় কবলে পড়া বাংলাদেশী বোট এফবি আল্লাহর দানসহ ২০ জন জেলেকে উদ্ধার করলো ভারতীয়রা

আপডেট: জানুয়ারি ১১, ২০২২
0

ভারতীয় কোস্ট গার্ড কর্তৃক দূর্ঘটনায় কবলিত বাংলাদেশী বোট এফবি আল্লাহর দানসহ ২০ জন জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ০৭ ডিসেম্বর ২০২১ তারিখ ভোলা জেলার চরফ্যাশন থেকে “এফবি আল্লাহর দান” ফিসিং ভেসেল মাঝিসহ ২০ জন ক্রু নিয়ে সমুদ্রে গমন করে। ইঞ্জিনের ত্রুটি জনিত কারনে গত ১১ ডিসেম্বর ২০২১ তারিখে ফিসিং ভেসেলটি ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায়।

দীর্ঘ ১৫ দিন সমুদ্রে সংকটাপূর্ণ অবস্থায় থাকার পর গত ২৬ ডিসেম্বর ২০২১ ভারতীয় কোস্ট গার্ড উক্ত বোটটিকে সনাক্ত করে বাংলাদেশ কোস্ট গার্ড কে অবহিত করে। পরবর্তীতে গত ০৯ জানুয়ারি ২০২২ তারিখ দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে সমঝোতার মাধ্যমে বিসিজিএস স্বাধীন বাংলা বাংলাদেশ ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ Sarojini Naidu হতে ফিসিং ভেসেলটি গ্রহণ করে।

তিনি আরও বলেন, অতঃপর অদ্য ১০ জানুয়ারি ২০২২ বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক এফবি আল্লাহর দান বোট এবং ২০ জন জেলেকে মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।