দেশের বিভিন্নস্থানে গণহারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা

আপডেট: অক্টোবর ৯, ২০২৩
0

শ্রমিক নেতা মকবুল আহমদকে নিঃশর্ত মুক্তি দিতে হবে : শ্রমিক কল্যাণ ফেডারেশন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়া, কুড়িগ্রাম জেলা সভাপতি এডভোকেট ইয়াসিন আলী, মেহেরপুর জেলা সভাপতি আব্দুর রউফসহ দেশের বিভিন্নস্থানে গণহারে শ্রমিক নেতাদের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

আজ এক যৌথ প্রতিবাদ বার্তায় ফেডারেশনের সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান বলেন, পুলিশ কোনো ধরনের কারণ ছাড়াই সারাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের গণ গ্রেফতার শুরু করেছে। নিরাপরাধ নেতৃবৃন্দের নামে পুলিশ গায়েবী মামলা দায়ের করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। পুলিশী মামলার আতঙ্কে আজ সাধারণ মানুষও ঘরে বসবাস করতে পারছে না।

নেতৃদ্বয় বলেন, পুলিশের দায়িত্ব রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা করা। পুলিশের দ্বারা সাধারণ মেহনতি মানুষ নিগৃহীত হবে এটি সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। আজ বাংলাদেশের পুলিশ প্রশাসন জনগণের বন্ধু না হয়ে একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে। তারা ক্ষমতাসীন সরকারের নীল নকশা অনুযায়ী বিরোধী দলমতের তৃণমূল পর্যায়ের জনপ্রিয় নেতাকর্মীদের গ্রেফতার অভিযানে নেমেছে। সরকার চাচ্ছে আগামী নির্বাচনের আগেই মাঠ থেকে বিরোধী দলের নেতাকর্মীদের সরিয়ে দিতে।

তারা আরও বলেন, পুলিশকে ক্ষমতাসীন সরকারের ছত্রছায়া থেকে বের হয়ে আসতে হবে। গণহারে গ্রেফতার অভিযান বন্ধ করতে হবে। গ্রেফতারকৃত সকল রাজবন্দিদের আশু মুক্তি দিতে হবে।