দেশ জনতা ডটকমের নির্বাহী সম্পাদক ডা জাকারিয়া চৌধুরীর মায়ের মৃত্যুবাষির্কী পালিত

আপডেট: এপ্রিল ৮, ২০২৩
0

নিজস্ব প্রতিবেদক:

দেশ জনতা ডটকমের নির্বাহী সম্পাদক ডা জাকারিয়া চৌধুরীর মায়ের মৃত্যুবাষির্কী আজ। ২০০৯ সালের এই দিনে এই সময়ে তিনি মৃত্যুবরণ করেন। তার নিজস্ব বাসভবনে পারিবারিকভাবে এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। তার মায়ের রুহের মাগফিরাত কামনা করেন দেশজনতা ডটকমের কর্মকর্তা-কর্মচারীসহ শুভ্যানুধায়রা। জাকারিয়া চৌধুরী তার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি আবেগতিাড়িত লেখা লিখেছেন। সেগুলো হুবহু দেশ জনতা ডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো——–

‘মাথাটা নিচের দিকে ঝুলিয়ে পিঠে আচ্ছামত থাপড়ানোর পর তার গলা থেকে কিছু শুকনো/আধাভেজা চিড়া বের হল। যে নারী কুড়ি বছর বিছানায় পড়ে পচে গলে একাকার, কথাবার্তা ইশারা ইঙ্গিত যার নাই তার গলায় শুকনো চিড়া দিল কে ?- এই ধাধার উত্তর পরে বের করা যাবে, আগে দ্রুত তারে শোয়াই। আম্মাকে খাটে শোয়ালাম। তার মাথাটা আমার কোলে। সে শ্বাস নিচ্ছে। আমার চোখের পানি তার চোখে পড়ছে, তারপর দুজনার পানি এক হয়ে নিচে গড়িয়ে নামছে।

– আম্মা, আপনি আর মাত্র তিনটা মাস বেচে থাকুন। কি করলে যে মায়ের প্রতি দায়িত্ব পালন করা হবে, সে পারিবারিক শিক্ষা আমার নেই। আম্মা প্লিজ , আর দুই মাস বাঁচুন, আম্মা এক মাস অন্তত বাঁচুন।

তিনি হেসে ফেললেন। ঘরে আর কেউ নেই। আমি তার মাথা শক্ত করে বুকে টেনে নিলাম। তিনি কানে কানে আমার ভবিষ্যত বলে দিলেন। এভাবে আগলে রাখার ফাঁকেই কখন যে তিনি চলে গেলেন তা আর বুঝা গেল না। তবুও মাঝে মাঝে মনে হয়, আমি বোধ হয় টের পেয়েছিলাম তার চলে যাওয়া। কিছু ত একটা স্পিরিট ( Something Happens ) বের হয়ে যায়, এ বিষয়ে আমি নিশ্চিত।’