ধর্মপাশায় ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

আপডেট: এপ্রিল ৮, ২০২৩
0

ফারুক আহমেদ,ধর্মপাশা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের সমন্বয়ে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ (৭এপ্রিল) শুক্রবার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সদনপত্র তুলে দেওয়া হয়।

সমাপনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার গিয়াস উদ্দিন প্রমূখ।

জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নের ৬ জন ইউপি চেয়ারম্যান, ৬ জন ইউপি সচিব, ৫৪ জন পুরুষ ইউপি সদস্য, ১৮ জন নারী ইউপি সদস্যদেরকে গত (৫এপ্রিল) বুধবার এই ৩দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু করা হয়।