নদী দখল-দুষণ মুক্ত রাখার দাবীতে ভুরুঙ্গামারীতে গ্রীন ভয়েস‘র মানববন্ধন

আপডেট: নভেম্বর ২, ২০২১
0

ভুরুঙ্গামারী (কুড়িগ্রা)প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নদী দখল-দূষণ মুক্ত ও নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করার দাবীতে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস ভুরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার (০১ নভেম্বর) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের সোনাহাট সেতুর পশ্চিমপাড়ে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস ভুরুঙ্গামারী উপজেলা শাখার টিম লিডার শামিম রানা, রোকনুজ্জামান রোকন, শাহিন, রানা, খাদেমুল, নয়ন সহ স্থানীয় জনসাধারন। মানববন্ধনে নদী ভাঙন রোধ ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবী জানানো হয়।

গ্রীন ভয়েস ভুরুঙ্গামারী উপজেলা শাখার টিম লিডার শামিম রানা জানান, দেশের প্রায় প্রত্যেক জেলা উপজেলার ন্যায় গ্রীন ভয়েস ভুরুঙ্গামারী উপজেলা শাখার সবুজ সহযোদ্ধাদের নিয়ে আগামী এক বছর নদী রক্ষায় এ মানববন্ধন কর্মসূচী অব্যাহত থাকবে।
##/