নাগেশ্বরীতে ওয়াই-মুভজ প্রজক্টের সংলাপ অনুষ্ঠিত

আপডেট: জুন ১, ২০২২
0

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সিডা এর অর্থায়নে পরিচালিত সলিডারিটির ওয়াই-মুভজ প্রজেক্টের শিশু অধিকার বাস্তবায়নে গণ জবাবদিহিতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩১ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারি কমিশনার ভুমি উজ্জল হোসেনের সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে অংশ নিয়ে মতামত ব্যাক্ত করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, বেরুবাড়ি ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী, নাগেশ্বরী থানার এস.আই শাহীন আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নুরনবী আনছারী, পরিবার পরিকল্পনা সহকারি কাজী আকিনুল বারী, এনসিটিএফ সদস্য এইচ আলম, ইসমেতারা, আরজুমনি, রাশিদা খাতুন, প্রকল্প প্রধান কমলা রানী পাল, কর্মকর্তা পবিত্র কুমার সরকার, ট্রেইনিনং অফিসার সুনীল দাস প্রমুখ।