নারী ও শিশুসহ ১৮৫ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করলো ইন্দোনেশিয়া

আপডেট: ডিসেম্বর ২৭, ২০২২
0
file photo

ইন্দোনেশিয়ার উপকূলে ভেসে থাকা নৌকা থেকে স্থানীয় সময় সোমবার বিকেলে ১৮৫ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। রোহিঙ্গাদের নিয়ে আসা কাঠের নৌকাটি বিকেল সাড়ে ৫টার দিকে আচেহ প্রদেশের পিদি জেলার উপকূলে এসে পৌঁছায়। তাতে ৩২ শিশু ৮৩ প্রাপ্তবয়স্ক পুরুষ ও ৭০ নারী ছিলেন। এর আগে সমুদ্রে ভাসতে থাকা এসব রোহিঙ্গা নৌকা ডুবে মারা যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছিল জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এএফপি

স্থানীয় পুলিশের মুখপাত্র উইনার্দি বলেন, নৌকায় থাকা রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। যারা অসুস্থ তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। বেশ কয়েকজন রোহিঙ্গাকে খুবই দুর্বল অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন পানিশূন্যতায় ভুগছেন। 

স্থানীয় জেলে মারফিয়ান বলেন, রোহিঙ্গারা উপকূলে আসার পর পরই স্থানীয়রা তাদের খাবার দিয়ে সহায়তা করে।

উদ্ধার হওয়াদের মধ্যে ১৪ বছরের উমর ফারুক বলেন, ইন্দোনেশিয়া আমাদের শিক্ষার সুযোগ দেবে, এই আশায় বাংলাদেশের একটি রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে এসেছি।