ন্যাশনাল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা আলমগীর মজুমদার-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২২
0

ন্যাশনাল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি ও শ্রমিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা আলমগীর মজুমদারের-এর (৭৭) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, জনাব আলমগীর মজুমদার আজীবন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই করে গেছেন। শ্রম আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি শ্রমিকের প্রাপ্য অধিকার আদায়ের জন্য মেহনতি মানুষদের সংগঠিত করেছেন। দেশের বিভিন্ন স্থানে বারংবার ছুটে গিয়েছেন অসহায় শ্রমিকদের পাশে দাঁড়াতে। তার ইন্তিকালে আমরা একজন শ্রমিকবান্ধব নেতৃত্বকে হারালাম। শ্রম আন্দোলনে তার অবদান আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী ও আত্মীয়স্বজনকে ধৈর্য ধরার শক্তি দান করার জন্য দোয়া করেন।

উল্লেখ্য মরহুম আলমগীর মজুমদার গতকাল (মঙ্গলবার) বিকালে হৃদরোগে আক্রান্ত হন। তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী ও ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাযার নামাজ বনশ্রী সেন্টাল মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে তাকে খিলগাঁও তালতলা কবরস্থানে দাফন করা হয়।