পটুয়াখালীতে বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ৬৬০ কেজী জাটকা আটক,দুই পরিবহনে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট: নভেম্বর ৩০, ২০২১
0

মু,হেলাল আহম্মে(রিপন)
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী শহরস্থ বাসস্ট‌্যান্ড এলাকায় দু‌টি প‌রিবহন বাসে অভিযান চালিয়ে ৬৬০ কে‌জি জাটকা ই‌লিশ আটক ক‌রে‌ছে উপ‌জেলা প্রশাসন, নৌ পু‌লিশ ও মৎস‌্য বিভাগ।

অদ্য ২৯শে নভেম্বর সোমবার বেলা সা‌ড়ে ১১টায় এই অ‌ভিযান চালা‌নো হয়। এ ঘটনায় দুই বা‌সের সুপারভাইজার ও কন্ডাকটর‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভ্রাম‌্যমাণ আদালত। জব্দকৃত জাটক ই‌লিশ প‌রে জেলা মৎস‌্য বিভা‌গের তত্বাবধা‌নে বি‌ভিন্ন এ‌তিমখানা ও গরীব মানুষ‌দের মা‌ঝে বিতরণ করা হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন সদর উপ‌জেলা মৎস‌্য খামার ব‌্যবস্থাপক শাহনাজ পার‌ভিন।

অ‌ভিযানকারীরা জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বেলা সা‌ড়ে ১১ টায় পটুয়াখালী বাসস্ট‌্যান্ড এলাকায় কুয়াকাটা থে‌কে আসা দু‌টি প‌রিবহন বাস আটক ক‌রে। অ‌ভিযা‌নে অংশ নেয় পায়রাকুঞ্জ ফাঁড়ি নৌপু‌লিশ, মৎস‌্য বিভাগ ও উপ‌জেলা প্রশাসন। অভিযানকা‌লে কুয়াকাটা থে‌কে কু‌ষ্টিয়াগামী লিজা প‌রিবহন বা‌সের বক্স থে‌কে তল্লাশী ক‌রে ৩শ কে‌জি ও ব‌রিশালগামী মাতৃছায়া বাস থে‌কে ৩৬০ কে‌জি মোট ৬৬০ কে‌জি জাটকা ই‌লিশ আটক করা হয়। প‌রে সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট জান্নাত আরা না‌হিদ ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রে লিজা প‌রিবহ‌নের সুপারভাইজার শ‌হিদুল ইসলাম‌কে ৫ হাজার ও মাতৃছায়া বা‌সের কন্ট্রাকটার‌কে ৫ হাজার মোট ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রেন।

এছাড়া জব্দকৃত মাছ জেলা মৎস‌্য বিভা‌গের তত্বাবধা‌নে বি‌ভিন্ন এ‌তিমখানা, লিল্লাহ বো‌ডিং ও গরিব মানুষ‌দের মা‌ঝে বিতরণ করা হয় এসময়।