পর্যটকদের অস্বস্তিকর পরিবেশ পটুয়াখালী চৌরাস্তার ময়লার ভাগার

আপডেট: ডিসেম্বর ২২, ২০২১
0

মু,হেলাল আহম্মেদ(রিপন)
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃঃ-

দক্ষিণাঞ্চলের সমুদ্র সৈকত সাগরকন্যা নামে পরিচিত পটুয়াখালী জেলা এ জেলায় সূর্যোদয় ও সূর্যাস্ত অপার সুন্দর প্রাকৃতিক দান বঙ্গোপসাগর কুয়াকাটা, কুয়াকাটার সগরের মুগ্ধতায় প্রতিদিন দেশের ও বিদেশের নানান প্রান্তের লক্ষা দিক মানুষ বিভিন্ন উপায়ে সড়ক ও নৌ পথে প্রবেশ করেন এ জেলায়। যেহেতু কুয়াকাটায় সড়ক পথে একমাত্র প্রবেশপথ ঢাকা কুয়াকাটা মহাসড়কের মূল সংযোগ পটুয়াখালীর বড় চৌরাস্তা। তাই এ বড় চৌরাস্তায় প্রতিদিন লক্ষাদিক যাত্রী এইপথেই সকলকেই কিছুখন সময় দিতে হয় এ স্থানে । এ সময় চৌরাস্তা জমে থাকা ময়লার বাগার এর দুর্গন্ধে রিতীমত শারীরিক ভাবে অস্তত্বি বোধ করছেন যাত্রীসহ বিভিন্ন জেলা উপজেলা ও দেশ বিদেশর আশা নানান স্থান থেকে পর্যটকগন। ঘুড়তে আশা পর্যটক ও জেলা সদরের স্থানীয় বিভিন্ন পেশার মানুষ জানান, পটুয়াখালী বড় চৌরাস্তা এলাকাটি একটি গুরুত্বপূর্ণ সংযোগ বহন করে, পাশাপাশি শারীরিক ও মানসিক ভাবে স্বাস্থ্য সুরক্ষা রাখতে এ স্থানের জমে থাকা ময়লা অন্যর্ত ফেলার ব্যবস্থা করা খুবি দরকার বলে মন্তব্য করেন।

এব্যপারে চৌরাস্তা হুন্ডা স্টান্ডের একাধিক চালক বলেন,বিভিন্ন স্থান থেকে আরহিদের বিভিন্ন রুটেশনে নেয়া আশা করি। অনেক সময় যাত্রীর অপেক্ষায় বসে থাকি।,ময়লার দূর্গন্ধে আমাদের অনেক কষ্টহয়। তাই এবিষয়টি পৌরসভার সদয় দৃষ্টি দেয়া উচিৎ।