পানছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ সেনাবাহিনীর

আপডেট: অক্টোবর ১২, ২০২৩
0

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনা বাহিনীর খাগড়াছড়ি সদর জোন। বৃহস্পতিবার (১২ অক্টোবর ২০২৩) দুপুরে উপজেলার সদর ইউপির যৌথ খামার মারমা পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত পিএসসি।

এ সময় শিক্ষার্থীদের হাতে কলম,খাতা,স্কুল ব্যাগ,ছাতা, প্যান্সিল বক্স তুলে দেন প্রধান অতিথি। চিকিৎসার জন্য আর্থিক নগদ অনুদান প্রদান করে চেংসামা মগ ও কলেন ত্রিপুরার হাতে। এতে পানছড়ি সাব জোন কমান্ডার মেজর জোবায়ের মাহমুদ, সদর ইউপির সদস্য মোঃ ইউসুফ আলী, প্রতিষ্টানটির প্রধান শিক্ষক ম্রানুচিং মারমা উপস্থিত ছিলেন।

কোন প্রকার বেতন ভাতা না পেয়ে শিক্ষকগন কোমল মতি শিক্ষার্থীদের শিক্ষাদান অব্যাহত রাখায় শিক্ষকগনকে ধন্যবাদ জানিয়ে জোন কমান্ডার বলেন, বিদ্যালয়টিতে টিন প্রদানের আশ্বাস প্রদান করেন এবং জাতীয় করণের জন্য যথা সাধ্য চেষ্টা করবেন বলে জানান।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি