পাহাড়ের আবারো গোলাগুলি,নিহত দুই থামছেনা রক্তের হলিখেলা ইউপিডিএফ গণতান্ত্রিক ও জেএসএস দুইজন নিহত

আপডেট: ডিসেম্বর ৩০, ২০২১
0

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: পাহাড়ে আবারো গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে। থামছে না রক্তের হলিখেলা। বাঘাইছড়ি উপজেলার দুইকিলো নামক স্থানে বুধবার (২৯ ডিসেম্বর ২০২১) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের দুই জনেই পাহাড়ের আঞ্চলিক সংগঠনের।

জানা যায়, ঘটনাস্থলে সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর অস্ত্রধারীরা ইউপিডিএফ গণতান্ত্রিক এর এককর্মীকে হত্যা করতে স্বশস্ত্র হামলা করে। এ সময় দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস এর ১ অস্ত্রধারী ঘটনাস্থলে নিহত হয়। প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত হয় ইউপিডিএফ গণতান্ত্রিক এককর্মী। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি বিস্তারিত জানার পর জানানো হবে। এদিকে-নিহতদের মধ্যে এক ব্যাক্তি ইউপিডিএফ গণতান্ত্রিকর নিশ্চিত করে সংগঠনটির কেন্দ্রীয় নেতা মিটন চাকমা জানান, সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে অঅমাদের এককর্মী নিহত হয়েছে। অপর নিহত ব্যাক্তি সন্তু লারমা নেতৃত্বাধীন অস্ত্রধারী বলে তিনি জানান।

স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে রূপকারী ইউনিয়নের দু’কিলো নামক এলাকায় বসে ইউপিডিএফ গণতান্ত্রিক এর সদস্যরা দোকানে চা পান করছিলেন। এ সময় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা এসে অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের দু’জন ঘটনাস্থলে মারা যায়।

নিহতদের মধ্যে একজনের নাম জানং চাকমা (৩৮) এবং জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্য এ ঘটনায় নিহত হলেও তার নাম জানা যায়নি। গোলাগুলির ঘটনায় মনু নামের আরো এক যুবক দু’পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেখানে। প্রশাসনের পক্ষ থেকে লাশ উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার পক্রিয়া চলছে বলে সূত্র জানান।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি