প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ “নৌকার বিপরীতে বেকাদায় জয়ে মরিয়া স্বতন্ত্র প্রার্থীরা”

আপডেট: নভেম্বর ৭, ২০২১
0

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: প্রতীক পেয়েই প্রচারনায় সরব ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও ইউপি সদস্য (মেম্বার) ও সংরক্ষিত আসনের নির্বাচনে জয়ের লক্ষে মাঠে থাকা প্রার্থীরা। বর্তমান সরকার দলীয় আওয়ামীলীগ প্রার্থীরা বিপরীতে বেকায়দায় আছে স্বতন্ত্র প্রার্থীরা। খাগড়াছড়ির গুইমারা ও মাটিরাঙ্গার ১০ ইউনিয়ন পরিষদ (ইউপিতে) নির্বাচন দ্বিতীয় ধাপে অনুষ্টিতব্য ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে চেয়ারম্যান,সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ সদস্যরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে মাঠ চষে বেড়াচ্ছে ভোটারদের মন জয়ে।

গুইমারা সদর ইউপিতে চেয়ারম্যান পদে-নৌকা প্রতীকে নির্মল নারায়ন ত্রিপুরা,স্বতন্ত্র কংজুরী মারমা আনারস ও হাতপাখা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো: মাগফার হোসেন লড়ছেন। হাফছড়ি ইউনিয়নে নৌকা প্রতীকে মংশে চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল নিয়ে আইয়ুব আলী, হাতপাখা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো: সেলিম হাওলাদার, স্বতন্ত্র সাচিংঅং মারমা আনারস, সিন্দুকছড়ি ইউপিতে নৌকা প্রতীকে রেদাক মারমা, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিক নিয়ে সুদুঅং মারমা, স্বতন্ত্র প্রার্থী আনু মারমা (চশমা) প্রতীকে মাঠে নেমেছে।

এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মাটিরাঙ্গা সদর ইউপিতে হেমেন্দ্র ত্রিপুরা,স্বতন্ত্র ত্রিপন জয় ত্রিপুরা আনারস, বেলছড়ি ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের নৌকা প্রতীকে মো: রহমত উল্ল্যা,স্বতন্ত্র মো: মামুন মিয়া আনারস, গোমতি ইউপিতে মো: তোফাজ্জল হোসেন নৌকা, স্বতন্ত্র মো: ফারুক হোসেন লিটন (আনারস), আমতলী ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো: আবদুল গনি নৌকা, স্বতন্ত্র জমির আলী ভূইঁয়া আনারস, বর্নাল ইউপি মো: ইউনুস মিয়া নৌকা, স্বতন্ত্র মো: ইলিয়াস আনারস,তবলছড়ি ইউপিতে নুর মোহাম্মদ নৌকা, স্বতন্ত্র আবুল কাশেম ভূইঁয়া আনারস,তাইন্দং ইউপিতে পেয়ার আহাম্মদ মজুমদার নৌকা স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান মো: হুমায়ন কবির আনারস, স্বতন্ত্র মো: সিরাজুল ইসলাম চশমা, স্বতন্ত্র মো: তনু মিয়া মোটর সাইকেল নিয়ে মাঠে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা নৌকা উন্নয়নের প্রতীক উল্লেখ করে বলেন, ভোটাররা তাদের মুল্যবান ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করবে। সচেতন নাগরিকরা যেখানে উন্নয়নের পক্ষে তাই জয় নৌকার সুনিশ্চিত মন্তব্য করে তিনি জানান বঙ্গবন্ধুর স্বপ্নের গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে জনগণ ঐক্যবদ্ধ আছে।

গত বুধবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ৫টা পর্যন্ত গুইমারা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। গুইমারা উপজেলা সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রির্টানিং অফিসার রিকল চাকমা ও আলমগীর হোসেন। এদিকে-মাটিরাঙ্গার ৭ ইউপিতে একই দিন নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতায় প্রতীক বরাদ্দ দেয় মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম।

অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ন গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতিতে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলাসহ নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। একইদিনে সাধারণ সদস্য পদে ২৭২ জন প্রার্থী ও সংরক্ষিত আসনের ৭৯ জনের মাঝেও প্রতীক দেওয়া হয়। উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাটিরাঙ্গা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯০টি ওয়ার্ডে ৯৪টি কেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের কথা রয়েছে।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি