প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদের মৃত্যুতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শোক

আপডেট: জুলাই ২৯, ২০২১
0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাক্তন একান্ত সচিব ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদ বুধবার (২৮ জুলাই) বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর বারিধারায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ড. সৈয়দ আব্দুস সামাদ ছিলেন সৎ, দক্ষ, সাহসী, দেশপ্রেমিক কর্তব্যপরায়ণ কর্মকর্তা। তিনি পাকিস্তান সরকারের এডিসি থাকা ‌অবস্থায় মুক্তিযোদ্ধের সময় চাকুরী ছেড়ে মুজিব নগর সরকারে যোগ দেন। মহান মুক্তিযুদ্ধে ড. এস এ সামাদের অবদানের কথা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।