প্রফেসর এবনে গোলাম সামাদ-এর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজে’র শোক

আপডেট: আগস্ট ১৫, ২০২১
0
Bfuj -duj

বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ, কলামিস্ট, দেশপ্রেমিক বুদ্ধিজীবি প্রফেসর ড. এবনে গোলাম সামাদ আর নেই। হৃদরোগ ও করোনায় আক্রান্ত হয়ে মাসখানেক শয্যাশায়ী থাকার পর অবস্থার অবনতি হলে আজ তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) গভীর শোক প্রকাশ করেছে।
বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম এক শোক বার্তায় বলেন, এবনে গোলাম সামাদ বিরল প্রতিভার একজন অনন্য লেখক ও কলামিস্ট ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য শিক্ষক ও অভিভাবককে হারালো।

শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।