প্রবাসীর বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের: চার্জশিট দাখিলের নির্দেশ

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৩
0

ইসলাম ধর্ম ও মহানবী সা: কে নিয়ে ফেসবুকে কটুক্তির মন্তব্য ও মানহানিকর স্টেটাস দেয়ার অভিযোগে ইংল্যান্ড প্রবাসী আবু সাদাত সায়েমের বিরুদ্ধে গত ১২ ই জানুয়ারী ২০২৩ এ ঢাকার সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের করেন পুরান ঢাকার বাসিন্দা মোহম্মদ নাদিম হোসেন নামে এক শিক্ষিত ব্যবসায়ী যুবক। উল্লেখ্য যে এই মামলা দায়েরের পর তা অসংখ্য গনমাধ্যমে তথা দৈনিক পত্রিকা,মাসিক আইন-অপরাধ ম্যাগাজিন ও অনলাইন নিউজ পোর্টাল প্রকাশিত হয় এবং এই ঘটনা এনটিভি সংবাদে প্রচার হওয়ায় পুরান ঢাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি হয়।

বাদী নাদিমের সাথে এই রিপোর্ট লেখার পূর্বে যোগাযোগ করলে সে জানায় পিবিআই তার সাথে যোগাযোগ করেছে সায়েমের বিরুদ্ধে আনিত অভিযোগের তথ্য উপাত্ত সংগ্রহের জন্য।
বাদী আরও জানায় সে সাক্ষীসহ প্রস্তুত যে কোন সময়ে শুনানিতে অংশ গ্রহনের জন্য।
বাদী আরও জানায় সাইবার ট্রাইবুনাল পিবিআই কে নির্দেশ দিয়েছেন এই মামলার চার্জশিট দাখিলের জন্য।

সায়েমের অনুপস্থিতে তার পক্ষে মামলা লড়তে তার বড় দুই ভাই ইচ্ছুক কিনা তা জানতে তার আপন বড় ভাই ঢাকা উত্তর সিটি করপরেশনের বিশিষ্ট শিশুরোগ চিকিৎসক আবু সাদাত সালেহ এর সাথে কথা বলার চেস্টা করা হলে সে অনীহা প্রকাশ করেন।