বঙ্গবন্ধুকে যত জানব, বাঙালি হিসেবে তত গর্বিত হবোঃ ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস

আপডেট: ডিসেম্বর ২৭, ২০২১
0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তথ্য জানবো বাঙালি জাতি হিসেবে আমরা তথ্য বেশী গর্বিত বোধ করব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ সোমবার (২৭ নভেম্বর) রাতে শাজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা দক্ষিণ মহানগরের ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ‘বই পড়ো, বঙ্গবন্ধুকে জানো’ শীর্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই মন্তব্য করেন।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের ২৪ বছরের শাসনকালে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছেন, ১৪ বছর কারাবরণ করেছেন। তাঁর এই গভীর ত্যাগের মাধ্যমে তিনি আজীবন পরাধীন বাঙালি জাতিকে স্বাধীনতা দিয়েছেন। অসমাপ্ত আত্মজীবনীতে তিনি লিখছেন, ‘… একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙ্গালিদের সাথে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা…।’ তাই এই মহামানব, মহাবিজয়ের মহানায়ককে আমরা যত জানব ততই আমরা আমাদের ইতিহাস জানব, শেকড় জানবো, উৎস জানব, সত্তাকে জানব এবং বাঙালি হিসেবে আমরা গর্ব অর্জন করতে পারব।”

বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতির উৎস এদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা উল্লেখ করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “তিনি বাঙালি জাতিকে অকৃত্রিমভাবে ভালোবেসেছেন। সে জন্যই তাঁর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ৩০ লক্ষ বাঙালি অকাতরে রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন।”

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প-২০২১ দিয়েছেন এবং পরিপূর্ণভাবে তা বাস্তবায়ন করেছেন। তাই, আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বেই বাংলাদেশ ২০৪১ সালে উন্নত বাংলাদেশ হিসেবে জাগ্রত হবে, এগিয়ে যাবে। আজ আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি। উন্নয়নশীল দেশের সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা ইনশাল্লাহ উন্নত বাংলাদেশ গড়ে তুলবো। সেজন্য আমাদেরকে ইতিহাস জানতে হবে এবং সেই ঐতিহাসিক ভিত্তির উপর দাঁড়িয়ে দেশকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাওয়াটাই জাতির পিতার প্রতি শ্রদ্ধা আমাদের নিবেদন করা হবে।”

অনুষ্ঠানে ৩য় হতে ১০ম শ্রেণির ৯৯ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বঙ্গবন্ধুকে নিয়ে লিখিত ছোটদের বিভিন্ন ধরনের বই হতে প্রশ্নোত্তর শীর্ষক কুইজে ১১ নম্বর ওয়ার্ডস্থিত ৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

১১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. কামরুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ সেকান্দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, সদস্য গিয়াস উদ্দিন সরকার পলাশ, মামুনুর রশিদ শুভ্র এবং দক্ষিণ সিটির সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি প্রমুখ বক্তব্য রাখেন।