বরেন্দ্র আলসহ সারাদেশে কৃষি সেঁচে অনিয়ম বন্ধসহ বিভিন্ন দাবিতে

আপডেট: জুন ১৮, ২০২৩
0

গাইবান্ধায় কৃষক সমিতি’র কৃষকবন্ধন

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ

বরেন্দ্র আলসহ সারাদেশে কৃষি সেঁচে অনিয়ম, হয়রানি, দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে শনিবার (১৭ জুন) বাংলাদেশ কৃষক সমিতির ডাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা শহরে শতশত কৃষক-জনতার অংশগ্রহণে কৃষকবন্ধন অনুষ্ঠিত হয়। কৃষকবন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খান, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি প্রবীণ কৃষকনেতা বিপ্লব চাকী, জেলা সিপিবির সহকারি সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, প্রবীণ কৃষকনেতা তাজুল ইসলাম, জেলা কৃষক সমিতি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার, কৃষক নেতা সন্তোষ বর্মন, সিপিবি নেতা অশোক আগরওয়ালা, আল মামুন মোবারক, যজ্ঞেশ্বর বর্মন, কৃষকনেতা রেজাউল করিম রঞ্জু, কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, জেলা কমিটির সাবেক সভাপতি প্রবীণ কৃষকনেতা সুভাষ শাহ রায়, কৃষকনেতা আদিল নান্নু, জাহাঙ্গীর আলম মন্ডল, যুব নেতা রানু সরকার ও ছাত্র নেতা ওয়ারেছ সরকার প্রমুখ।

বক্তারা বরেন্দ্র অ লসহ সারাদেশে কৃষি সেঁচে অনিয়ম, হয়রানি, দুর্নীতি বন্ধ, সময়মতো চাহিদা মতো ন্যায্য দামে সেঁচের পানি বিতরণ নিশ্চিত করা, সারসহ সকল প্রকার কৃষি উপকরণের দাম কমানো, নূন্যতম ১৫০০ টাকা মণ দরে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয়, প্রকৃত কৃষককে কৃষি কার্ড দেয়া, শস্য বীমা ও পল্লী রেশন চালুর দাবি জানান।