বশেমুরকৃবি’তে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বুধবার আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভাপতি, প্রফেসর ড. এম. ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান। প্রশিক্ষণে সিটিজেন চার্টার সেবা বাস্তবায়নকারী সকল অনুষদীয় ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, হল প্রভোস্টবৃন্দ এবং রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।