বহুদিন পরে হিজলের তলে প্রেম ফিরিয়াছে

আপডেট: মার্চ ৮, ২০২৩
0

ডা জাকারিয়া চৌধূরী

অযথা গিয়াছে চলি,
আমাদের তুমুল প্রেমের দিনগুলি।
বহুদিন পরে হিজলের তলে প্রেম ফিরিয়াছে।
সৈকতে জমে আছে,
রাশি রাশি সারি সারি নীল বালিয়াড়ি।।

আমাদের দেখা হয় কদাচ, কথা নাই কোনো,
সময় ফুরায়ে আসে চোখে পরে চোখ,
আমাদের জীবনের বাকি কথাগুলি বলি থাকুক, থাকুক।

ভালোবাসা! সে কবেই গেছে মরে,
ছয় মাস ঘুমিয়ে থাকা শামুকের মত;
খোলসটাই যেখানে তপ্ত আলোতে ঝিকিমিকি করে।
কিচ্ছু নেই, সকলেই গেছে চলে,
যাহারা যেতে পারেনি, তাহারাই ভাংগা শামুক হয়ে,
তলোয়ারের ফালির মত দাঁড়িয়ে রয়েছে।

আমাদের বরং অযথা প্রেম হোক,
প্রেম প্রমত্তা গংগার মত বয়ে চলুক,
আমাদের ভবিষ্যত গুলো মিষ্টি গল্পে ঠাসা হোক,
পরজনমের কথা ভাবছিলাম। বুঝলেন তো !
তারপরে মনে হলো বাকি স্বপ্ন গুলো স্বপ্নেই থাকুক, থাকুক।