ভূরুঙ্গামারীতে ৩ হাজার কৃষক পাবে বিনামুল্যে তোষা জাতের পাটবীজ

আপডেট: মার্চ ৮, ২০২৩
0

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিনামূল‍্যে পাটবীজ বিতরনের শুভ উদ্ধোধন করা হয়েছে। “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন” প্রকল্পের আওতায় ২০২২-২৩ পাট উৎপাদন মৌসুমে প্রকল্পভূক্ত নির্বাচিত আঁশ পাটবীজ উৎপাদনকারী চাষীদের মধ‍্যে বিনামূল্যে তোষা পাটবীজ বিতরন শুরু করা হয়। সোমবার (০৭ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে এসব বীজ বিতরন কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সূজন কুমার ভৌমিক ও উপজেলা উপ সহকারি পাট উন্নয়ন কর্মকতা রতন মিয়া প্রমুখ।
উপজেলা পাট অধিদপ্তর জানিয়েছে,উপজেলার ১০ টি ইউনিয়নে ৩ হাজার প্রকল্পভূক্ত নির্বাচিত পাটচাষীকে ১ কেজি করে বিনামূল‍্যে তোষা জাতের পাটবীজ বিতরন করা হবে।
এ বিষয়ে উপজেলা উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা রতন মিয়া বলেন এই প্রকল্পের আওতায় উপজেলায় ৩ হাজার পাটচাষীকে তোষা জাতের পাটবীজ বিতরন করা হবে। ৭ মার্চ সোমবার বিতরন কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। বিভিন্ন ইউনিয়নে নির্বাচিত পাটচাষীদের মাঝে দ্রুততম সময়ের মধ‍্যে পর্যায়ক্রমে এসব পাটবীজ বিতরন করা হবে।
###
০৮/০৩/২০২৩