বাংলাদেশের প্রথম মহিলা চিকিৎসা পদার্থবিদ ড. ফাতেমা নাসরিনের গণ বিশ্ববিদ্যালয়ে যোগদান

আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২১
0

গণ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে সহযোগী অধ্যাপক পদে যোগদান করেছেন বাংলাদেশের প্রথম মহিলা চিকিৎসা পদার্থবিদ ড. ফাতেমা নাসরিন। ড. ফাতেমা নাসরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের একজন খন্ডকালীন শিক্ষক। তিনি উক্ত বিভাগে মাস্টার্স কোর্সের হেলথ এন্ড রেডিয়েশন ফিজিক্স বিষয়টি পাঠদান করে আসছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের রেডিয়েশন বায়োফিজিক্স কোর্স এর খন্ডকালীন শিক্ষক হিসেবেও পাঠদান করেছেন। তিনি অষ্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় পিটার ম্যাককুলাম ক্যান্সার হাসপাতাল, সিডনির সেন ভিনসেন্ট পাবলিক হসপিটাল এবং ওয়েস্টমেড হসপিটালে রেডিয়েশন অনকোলজি বিভাগের মেডিকেল ফিজিক্স স্পেশালিস্ট হিসেবে প্রায় ১৩ বছর কাজ করেছেন।

ড. ফাতেমা নাসরিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সনে এম.ফিল এবং ১৯৯৮ সনে পি.এইচ.ডি ডিগ্রী অর্জন করেন। তিনি প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ (বুয়েট), প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া (কোলন বিশ্ববিদ্যালয়, জার্মানী) এবং ড. এম.এ রব মোল্লা (বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন)-র তত্বাবধানে এম.ফিল ও পি.এইচ.ডি ডিগ্রি সম্পন্ন করেন। এ সময় তিনি মেডিকেল ফিজিক্স, হেল্থ ফিজিক্স এবং রেডিয়েশন প্রোটেকশনের উপর গবেষণা করেছেন। এছাড়া তিনি বিসিএস ক্যাডারভুক্ত বিভিন্ন সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।