বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নোয়াখালী জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ৯, ২০২২
0

আজাদ ভুঁইয়া, স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নোয়াখালী জেলা শাখা কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন (২০২২-২৪) অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নোয়াখালীর মাইজদী অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয় স্কুলে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটারগন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২৭টি পদের বিপরীতে দুই প্যানেলে ৫৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে প্যানেল দুটি হলো বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি নোয়াখালী সম্মিলিত ঐক্য পরিষদ ও নতুন ধারা পরিষদ। ২শত ৭৮টি ভোটের মধ্যে ২শত ৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে মোঃ তৌহিদ উদ্দিন সভাপতি, মোঃ মনিরুল হক মুরাদ সহ সভাপতি, আমিনুল ইসলাম হারুন সাধারণ সম্পাদক সহ নোয়াখালী সম্মিলিত ঐক্য পরিষদ পূর্ণ প্যানেল জয় লাভ করেছে। সম্মিলিত ঐক্য পরিষদ প্যানেলের অপর বিজয়ীগন হলেন সিনিয়র সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সহ সভাপতি, ফয়েজ আহমদ, সহ সভাপতি তোফায়েল আহমেদ, সহ সভাপতি এ টি এম নরুল্লাহ, অতিরিক্ত সাধারণ সম্পাদক দীপংকর চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামছুদ্দোহা লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু নাছের, কোষাধ্যক্ষ মোঃ ওবায়দুল হক জুয়েল সহ ১৪ জন কার্যনির্বাহী সদস্য সহ প্যানেলের ২৭জন বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন, বাপুস কেন্দ্রীয় কমিটির নেতা মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। নির্বাচন পর্যবেক্ষণ করেন বাপুস কেন্দ্রীয় সভাপতি আলহাজ্জ আরিফ হোসেন ছোটন, বাপুস কেন্দ্রীয় নেতা কাজী জহিরুল ইসলাম বুলবুল, আমীরুল ইসলাম, গোলাম এলাহি জাহেদ, আলহাজ্জ নকিব উদ্দিন,আবদুল হান্নান প্রমুখ।