বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা টেনু হাজারীর কুলখানি অনুষ্ঠিত

আপডেট: আগস্ট ৫, ২০২১
0

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ার বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল-এ-রউফ টেনু হাজারীর (৬৫) রুহের মাগফেরাত কামনায় কুলখানির দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট বুধবার বাদ আসর বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল জামে মসজিদে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। এতে মরহুমের স্বজন ও শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। প্রসঙ্গত পহেলা আগস্ট রবিবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের সময় পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে মুক্তিযোদ্ধা জামাল-এ-রউফ টেনু হাজারী ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,একমাত্র মেয়ে ও ২ নাতনী সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ২ আগস্ট সোমবার দুপুর ২টায় মরহুমের বিদ্যাপিঠ বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। ###
###
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখ.০৪-০৮-২০২১ইং