বিএনপি নেতাদের ওপর হামলার চিত্র জাপান রাষ্ট্রদূতের কাছে তুলে ধরলেন মীর্জা ফখরুল

আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২২
0

গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাত করেছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

রোববার সকাল ১০টায় গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা ও বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে পুলিশ ও সরকারদলীয় নেতাকর্মীদের হামলা এবং গতকাল বনানীতে বিএনপি নেতা তাবিথ আউয়াল ও কুমিল্লায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর উপর হামলার বিষয়টি বিএনপির পক্ষ থেকে তুলে ধরা হয়।