বিশ্বকাপ জেতার স্বপ্ন পাকিস্তানের

আপডেট: অক্টোবর ২৭, ২০২৩
0
file photo

ভারত, অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের বিরুদ্ধে হেরে যায় পাকিস্তান। কিন্তু তাতেও মনোবল ভাঙেনি বাবর আজমদের। আগামী সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠতে মরিয়া তারা। এমনকি বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনো দেখছেন কোচ মিকি আর্থার।

পাকিস্তান পাঁচটি ম্যাচ এবারের বিশ্বকাপে খেলে ফেলেছে। এর মধ্যে পর পর তিনটি ম্যাচে হেরেছে তারা। এমন অবস্থায় বাকি চারটি ম্যাচ জিতলে সেমিফাইনালে ওঠার আশা বেঁচে থাকবে পাকিস্তানের। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামার আগে পাকিস্তানের কোচ আর্থার বলেন, ‘সাজঘরে আমরা বলেছি যে টানা ছয়টি ম্যাচ জিতলেই বিশ্বকাপ আমাদের। টানা ছয়টি ম্যাচ জিততে হবে। নিজেদের পরিকল্পনার ১০০ শতাংশ কাজে লাগাতে হবে। সেটা করতে পারলে বিশ্বকাপ না জেতার কোনো কারণ দেখছি না। দক্ষিণ আফ্রিকা ভালো দল। এখন ওদের আত্মবিশ্বাসও তুঙ্গে। কিন্তু আমরাও নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে পারি।’

একই সুর দলের সহ-অধিনায়ক শাদাব খানের গলায়। তিনিও মনে করেন, পাকিস্তান বিশ্বকাপ জিততে পারে। শাদাব বলেন, ‘আমি বিশ্বাস করি মিরাকল হয়। নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারিনি আমরা। আগামী ম্যাচ থেকেই ধারাবাহিকভাবে জিততে হবে আমাদের। মরণবাঁচন অবস্থা হলে চাপ কমে যায়। এখন আর জেতা ছাড়া কিছু করার নেই আমাদের।’

শাদাবের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাকে একটি ম্যাচে বসিয়েও দেয়া হয়। শাদাব বলেন, ‘আমি জানি, সমালোচনা হচ্ছে। আমি সত্যিই ভালো খেলতে পারিনি। একজন অলরাউন্ডারকে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, তিনটিই সমানভাবে করতে হয়।’ দলের বোলিং নিয়েও চিন্তায় শাদাব। পাকিস্তানের সহ-অধিনায়ক বলেন, ‘প্রতিযোগিতায় শেষ পর্যন্ত যেতে হলে ভালো বোলিং করাটা জরুরি। এই প্রতিযোগিতায় আমাদের বোলিং ভালো হয়নি। আশা করছি আগামী ম্যাচে ওরা ভালো বল করবে।’

বিশ্বকাপের পর বাবরকে আর অধিনায়ক রাখা হবে না বলে শোনা যাচ্ছে। শাদাব বলেন, ‘আমাদের দলে একতা রয়েছে। লোকে কী বলছে সেটা নিয়ে আমরা ভাবি না। সমাজমাধ্যমও আমরা খুব বেশি দেখি না। ও সব থেকে দূরে থাকাই ভালো।
সূত্র : আনন্দবাজার পত্রিকা