বৃষ্টি আইনে আফগানিস্তানের জয়

আপডেট: জুলাই ৬, ২০২৩
0

বৃষ্টি আইনে জয় পেল আফগানিস্তান। দ্রুত দুই উইকেট তুলে নিয়ে খানিকটা সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। যদিও তার জন্য করতে হতো অস্বাভাবিক কিছু৷ তবে ছোটখাটো সেই সব সমীকরণ আর সম্ভাবনা দূরে ঠেলে দেয় বৃষ্টি। বৃষ্টি আইনে আগেই বাংলাদেশের চেয়ে ১৭ রানে এগিয়ে ছিল আফগানিস্তান। পরবর্তীতে নির্ধারিত সময় ১০টা ৩৫ মিনিটে খেলা শুরু না হওয়ায় ওই রানের ব্যবধানেই সফরকারীরা জয় পায়। বাংলাদেশকে প্রথম ওয়ানডেতে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে আফগানিস্তান।

এর আগে অবশ্য প্রত্যাশিত শুরু পেয়েছিল তারা। ১৬৫ রানের সহজ লক্ষ্য টপকাতে ধীরে সুস্থে খেলাতেই মন দেয় তারা। সাবধানে এগিয়ে যেতে থাকে লক্ষ্যে। তবে বাধা হয়ে দাঁড়ান সাকিব আল হাসান। উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। ১৬তম ওভারে দলীয় ৫৪ রানে রাহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়ে এনে দেন প্রথম উপলক্ষ। তার ব্যাটে আসে ৪৫ বলে ২২ রান।