বেলজিয়ামের পার্লামেন্টে ইসরাইলের ওপর অবরোধের দাবি জানিয়ে প্রস্তাব

আপডেট: জুন ২, ২০২১
0
e u

আলম হোসেন বেলজিয়াম:
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের আঞ্চলিক পার্লামেন্টে ফিলিস্তিনের পক্ষে এক প্রস্তাব পাস করা হয়েছে। প্রস্তাবে বেলজিয়ামের সরকারের প্রতি ইসরাইলের ওপর অবরোধ আরোপ এবং দেশটির সাথে ইসরাইলের সকল প্রকার অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয়।

শুক্রবার ব্রাসেলসের আঞ্চলিক পার্লামেন্টের এক অধিবেশনে এই প্রস্তাব পাস করা হয়।
প্রস্তাবে ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলি দখলদারিত্বের নিন্দা ও ১৯৬৭ সালের পূর্বের ফিলিস্তিনি সীমান্তের স্বীকৃতির আহ্বান জানানো হয়।
পাশাপাশি প্রস্তাবে গাজা উপত্যকা থেকে ইসরাইলের অবরোধ তুলে নেয়া এবং করোনাভাইরাস সংক্রমণ থেকে ফিলিস্তিনিদের প্রতিরক্ষায় ব্যবস্থার আহ্বান জানানো হয়।

প্রস্তাবের পক্ষে পার্লামেন্টের ৪৪ সদস্য ভোট দেন। বিপক্ষে ভোট দেন ২৫ জন এবং ১৫ জন ভোট দান থেকে বিরত থাকেন।