বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সংবাদ সম্মেলন

আপডেট: আগস্ট ১, ২০২৩
0

স্টাফ রিপোর্টার, গাজীপুর :
সকল এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা চালু করার দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গাজীপুর মহানগর শাখা গতকাল বিকেলে সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও এর অন্তর্ভুক্ত ৯টি শিক্ষক পরিষদের পক্ষে মহানগরীর শিক্ষক নেতারা সরকারি-বেসরকারি শিক্ষকদের মধ্যে আর্থিক বৈষম্য দূর করা এবং স্বতন্ত্র বেতন কাঠামো চালু করা, সকল সরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসাকে জাতীয়করণ এবং পর্যায়ক্রমে ইবতেদায়ী মাদরাসাসহ সকল বেসরকারি শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে বিশেষ ভাতার ব্যবস্থা করা, শতভাগ বোনাস ও সম্মানজনক বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি করা এবং সকল ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্ম ও নৈতিক শিক্ষা সিলেবাসের অন্তভুক্ত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ফেডারেশনের গাজীপুর মহানগর শাখার সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান খান। এসময় উপস্থিত ছিলেন, মাওলানা সাখাওয়াত হোসাইন, ইউসুফ আব্দুল্লাহ, সামসুজ্জামান সিকদার, আফসার-উজ-জামান গুলজার, আবু সালমান প্রমুখ।
###
মো. রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর