বোয়ালজুরে ভোট না দেয়ায় জুতা পিটার প্রতিবাদে মানববন্ধন

আপডেট: ডিসেম্বর ২৫, ২০২১
0

বালাগঞ্জ প্রতিনিধিঃ

বালাগঞ্জের ২নং বোয়ালজুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সোনাপুরে ভোট না দেয়ায় ৬যুবকদের জুতা পিটা ও এলাকা থেকে বিদায়ের চেষ্টার প্রতিবাদে এবং জড়িত ব্যাক্তির দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

২নং বোয়ালজুর ইউনিয়ন সচেতন নাগরিক ফোরামের আয়োজনে আজ শনিবার বিকাল ৪ঃ০০ টার দিকে স্থানীয় কালিবাড়ী বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নাগরিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন ও সচেতন মহল অংশ গ্রহন করে।

মানববন্ধন চলাকালীন সময় বক্তব্য রাখেন, ও উপস্থিত ছিলেনঃ যুক্তরাজ্য হাই যুবলীগের সাবেক সভাপতি কালিবাড়ী বাজার আঞ্চলিক ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আতাউর তালুকদার, আন্তর্জাতিক মানবাধিকার ও দূর্নীতি বিরোধী সোসাইটির সিলেট জেলা শাখার সদস্য হাজী মাসুক মিয়া, জালালাবাদ থানা আওয়ামী লীগের সহ সভাপতি মকবুল আলী, সিলেট মহানগর যুবলীগের আহব্বায়ক কমিটির সাবেক সদস্য সুলতান আলী মনসুর, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার আহমদ চৌধুরী, বোয়ালজুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়িক সম্পাদক হাজি খলুক মিয়া, কালীবাড়ি বাজার পরিচালনা কমিটির সহ সভাপতি আজাদুর রহমান আজাদ, বণিক সমিতির সহ সভাপতি মতছির আলী মুন্না,খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা হুসাইন আহমদ আওলাদ, প্রচার সম্পাদক শামিম আহমদ, স্থানীয় সালিসি ব্যাক্তি নুরুল ইসলাম, কালিবাড়ী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, বালাগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সহ সাংগঠনিক সম্পাদক, গিয়াস উদ্দিন আহমদ,আল ইসলাহ বালাগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারন সম্পাদক হাফিজ আব্দুল হাকিম, ইউনিয়ন বি,এন, পি নেতা আহমদ আলি, সিলেট জেলা শাখার মানবাধিকার কর্মি দুলা মিয়া, মানবাধিকার কর্মি ও সংবাদ কর্মি এ, আর কাওছার, রবিউল ইসলাম মাছুম,জাহেদ মিয়া, বোয়ালজুর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার সোহাগ, ছালেহ আহমদ, সিরাজ মিয়া, হাকিম মিয়া, রেজুয়ান আহমদ, গিয়াস উদ্দিন, মুজাহিদ আলী, শাহজাহান গাজী, মিজান মিয়া, কাহের মিয়া, প্রমুখ।

উল্লেখ্য, গত ১১ই নভেম্বর স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত ইউপি সদস্য নশর আলী কতৃক ৬যুবক কে জুতা পিটা ও গুম হত্যার ভয় দেখিয়ে বাড়ি ছাড়ার পর ,এ ঘটনায় সিলেট আদালতে নশর আলী কাঞ্চন বৈধ ও শাকিল মিয়া সহ ১৪/১৫ জনকে অজ্ঞাত করে একটি সংশ্লিষ্ঠ ধারায় মামলা রুজু হয়েছে, (মামলা নং ৮৪/২১ সি,আর, বালাগঞ্জ)। মামলাটি তদন্তধিন পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে একই গ্রামের নরেশ বৈধ (নটই) ছেলে কাঞ্চন বৈধ (৩০) কে গ্রেফতার করে জেল হাজতে ৫৪ধারায় প্রেরণ করে পরবর্তিতে জামিনে বাহির হয়।।