ভারতে প্রাণীকূলে Covid হানা : হায়দ্রাবাদ চিড়িয়াখথানায় ৮ সিংহের করোনা

আপডেট: মে ৫, ২০২১
0

ভারতীয় সংস্থা সিএসআইআর (CSIR) মঙ্গলবার দাবি করা হয়েছে, হায়দরাবাদ চিড়িয়াখানার ৮ সিংহ করোনা সংক্রমিত।
তবে, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয় বলেছে, এখন বিশ্বে ছড়িয়ে থাকা ভ্যারিয়েন্টের খোঁজ ওই এশিয়াটিক সিংহদের শরীরে পাওয়া যায়নি।

সংক্রমণ নিশ্চিত হতেই তাদের আইসোলেটেড করা হয়েছে এবং চিকিৎসা শুরু হয়েছে। প্রত্যেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছে
। তবে, প্রাণী থেকে মানুষে সংক্রমণের কোনও তথ্যপ্রমাণ এখনও হাতে আসেনি।
তাই এখনই এই সংক্রমণ নিয়ে উদ্বেগের কারণ নেই।

তবে, যেহেতু বন্যপ্রাণীদের লালারস সবসময় সংগ্রহ করা সম্ভব নয়। তাই নমুনা পরীক্ষায় অন্য কোনও পদ্ধতি অবলম্বন করা যায় কিনা, খতিয়ে দেখছে সিএসআইআর। এমনটাই জানান তিনি। তিনি বলেছেন, ‘হায়দরাবাদের এই সিংহরা খাওয়া-দাওয়া ঠিক করছে এবং সুস্থ আছে।‘ যেহেতু সিংহ স্তন্যপায়ী তাই মানুষের থেকে ওদের সংক্রমণ আশঙ্কা রয়েছে। আর চিড়িয়াখানা কর্মীর কারও থেকে এই সংক্রমণ ছড়িয়েছে।

সিএসআইআর কর্তা রাকেশ মিশ্রা পিটিআইকে বলেছেন, এশিয়াটিক সিংহগুলোর লালারসের নমুনা পরীক্ষা করেই
চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন। যেহেতু ওরা পাসাপাশি থাকে, তাই একজনের থেকে অন্যদের শরীরে ছড়িয়েছে।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস