ভুরুঙ্গামারীতে সরিষার মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: এপ্রিল ১২, ২০২৩
0

তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষার মাঠ দিবস ও কারিগরি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) দূপুরে উপজেলার আন্ধারিঝাড় হাফেজিয়া মাদ্রাসা মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি কুড়িগ্রামের উপ পরিচালক বিপ্লব কুমার মোহন্ত এর সভাপত্তিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরিফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। বক্তব্য রাখেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার শামসুজ্জামান তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প, রংপুর অঞ্চলের মনিটরিং অফিসার জাহাঙ্গীর আলম। এসময় উপস্হিত ছিলেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আন্ধারিঝাড় ইউপি চেয়ারম‍্যান জাবেদ আলী মন্ডল’ ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক ও কৃষক প্রতিনিধি আশরাফুল আলম সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগন।

অনষ্ঠানটি সঞ্চালনা করে উপজেলা কৃষি কর্মকতা সূজন কুমার ভৌমিক।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সুজন কুমার ভৌমিক বলেন, চলতি মৌসুমে সরেজমিনে প্রদশনীতে সরিষার বাম্পার ফলন হয়েছে । স্বল্প সময়ের মধ্যে কৃষকদের অধিক ফলন পেতে নানা ভাবে প্রশিক্ষন দেওয়া হয়েছিল। এছাড়াও কৃষি প্রনোদনায় সার ও বীজ সঠিক সময়ে কৃষকদের কাছে পৌছে দেয়ার কারনে কৃষদের কোন সমস্যার সৃষ্টি হয়নি। উৎপাদন ও দামে কৃষকেরা সন্তুষ্ট ।
###
আমিনুর রহমান বাবু
১২/০৪/২৩