ভুরুঙ্গামারীতে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব

আপডেট: নভেম্বর ১৯, ২০২১
0

ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৩ এর একটি দল।

জানা গেছে, বৃহস্পতিবার (১৮ নভেম্বর ) রাতে রংপুর র‌্যাব-১৩ এর দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ বলদিয়া (বালাবাড়ী)এলাকায় অভিযান চালিয়ে ৩৬ গাঁজা ও মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোনসহ মাদক কারবারি তাজুল ইসলাম (৩৭) ও তার পুত্র নূর ইসলাম (১৮),’কে গ্রেফতার করে। তাজুল ইসলাম দক্ষিণ বলদিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা শামসুল হকের পুত্র। তাজুল দীর্ঘদিন থেকে ভ্যানগাড়ী দিয়ে কাপড় বিক্রি করে আসার আড়ালে মাদক পাচার করে আসছিল বলে এলাকাবাসী জানায়।

র‌্যাব-১৩ এর সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, আসামীর বিরুদ্ধে জেলার কচাকাটা থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন মামলার প্রস্তুতি চলছে।
####
আমিনুর রহমান বাবু
০১৭১৬২৫৬৫৩২
২০/১১/২০২১