ভূরুঙ্গামারীতে কাল বৈশাখীর তান্ডব

আপডেট: এপ্রিল ১৮, ২০২২
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রবিবার রাতে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে অনেকের ঘর-বাড়ীর টিন উড়ে গেছে, গাছপালা উপড়ে পড়েছে রাস্তায়। শুয়ে পড়েছে জমির ফসল। প্রায় আধঘন্টা ধরে চলে কালবৈশাখী ঝড়ের এই তান্ডব। বিদূৎ পোলে গাছপালা পড়ে যাওয়ায় বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্থ হয়ে পড়ে। গাছ উপড়ে পড়ায় বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গত রবিবার(১৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চরভূরুঙ্গামারী তিলাই আন্ধারীঝাড়সহ বিভিন্ন এলাকার উপর দিয়ে এই কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিসহ প্রবল বর্ষন হয়েছে। এসব এলাকায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ নাই বলে জানিয়েছে স্থানীয়রা।

চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট এলাকার শহীদ মিস্ত্রী বলেন রাস্তার একটি গাছ আমার ঘরের উপর পরে ঘরের ব‍্যাপক ক্ষতি করেছে। এছাড়াও ওই ইউনিয়নের ইসলামপুরসহ কয়েকটি গ্রামের বসতবাড়ি কালবৈশাখী ঝড়ে ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে।
###
আমিনুর রহমান বাবু